বরগুনা হতে সড়ক পথে আসতে হলে বরগুনার বেতাগী বাস স্টান্ড হতে বেতাগীগামী বাসে উঠে কাউনিয়া স্টেসনে নেমে মটর সাইকেল কিংবা অটোরিকসা যোগে বদনী খালী খেয়া পার হয়ে বামনার এপারে নেমে রিকসাযোগে হাসপাতালের ভিতরে পরিবার পরিকল্পনা দোতলা নতুন ভবন। অন্য ভাবে বরগুনার লাকুরতলা ব্রিজের উত্তর পাড়ে এসে মটরসাইকেল অথবা মাহিন্দ্র/পিক্যাপ যোগে ফুলঝুড়ি খেয়া পার হয়ে মটরসাইকেল /মাহিন্দ্র যোগে বামনা গোলচত্বর নেমে পায়ে হেটে / রিকসা যোগে হাসপাতালের ভিতরে পরিবার পরিকল্পনা দোতলা নতুন ভবন। লঞ্চযোগে ঢাকা হতে বরগুনাঃ- ঢাকা সদরঘাট লঞ্চঘাট হতে বরগুনা/কিংবা পাথরঘাটাগামী লঞ্চযোগে বামনা লঞ্চঘাট নেমে রিক্সা যোগে বামনা হাসপাতালের ভিতরে পরিবার পরিকল্পনা দোতলা নতুন ভবন। বাসযোগে ঢাকা হতে বামনাঃ- সায়েদাবাদ কিংবা গাবতলী বাস টারমিনাল হতে বামনা/ডৌয়াতলা/কাকচিড়া/পাথরঘাটাগামী বাসযোগে রওয়ানা হয়ে বামনা গাজীর পুল/গাজীর ব্রীজ/নতুন বৈদ্যুতিক পায়ার হাউজে এ নেমে রিক্সা/মাহিন্দ্র/অটোযোগে বামনা হাসপাতালের ভিতরে পরিবার পরিকল্পনা দোতলা নতুন ভবন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস